প্রযুক্তির কল্যাণে আত্মনির্ভরশীল হয়েছে ২৫০০ প্রতিবন্ধী

২১ নভেম্বর, ২০২০ ১৮:৩২  
প্রতিবন্ধীদের দুর্ভোগ দূর করতে তৈরি জব পোর্টালটি এখন পরীক্ষা পর্যায়ে রয়েছে জানিয়ে শিগগিরি এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বঙ্গবন্ধুর ‘বৈষম্য মুক্ত’ বাংলাদেশ গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন উল্লেখ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদের পরামর্শে আইসিটি বিভাগ চাকরি মেলা থেকে শুরু করে তাদের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শনিবার (২১ নভেম্বর) যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পঞ্চম জাতীয় আইটি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেছেন, প্রত্যেক বিজয়ীকেই এবার একটি করে ল্যাপটপ দেয়া হবে। তিনি বলেছেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক কেন্দ্রে ২৫০০ জন প্রতিবন্ধীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা এখন বিভিন্ন আইটি ও আইটিইএস কোম্পানিতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। প্রযুক্তির কল্যাণে তারা আত্মনির্ভরশীল হতে পেরেছে।   বিজয়ীদের তালিকা
ক্রমিক দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী বাক ও শ্রবণ প্রতিবন্ধী  (এনডিডি)
মোঃ ইমরান হোসেন, ঝিনাইদহ নাহিদুল ইসলাম, শরিয়তপুর অয়ন চক্রবর্তী, রাঙামাটি অমিত সুজাউদ্দিন তুরাগ, ঢাকা
জয়দ্বীপ রায়, সিলেট মেহেদি হাসান, জামালপুর মোঃ আবু সাদেক, চট্ট্রগ্রাম তাহমিদ যুহাইর ইশমাম, ঢাকা
মাহামুদুল হাসান হৃদয়, ঢাকা কাজী রাহাতুল ইসলাম তুষার, বরিশাল আতিকুর রহমান, রাজশাহী নেছার উদ্দীন আহমেদ, শরিয়তপুর
মোঃ হাসিবুর রহমান (রাসেল), রাজশাহী সেলিম শেখ, রাজবাড়ি রইচ উদ্দীন (মারুফ), নওগাঁ
মোহাম্মাদ রাহী জি চৌধুরী, চট্ট্রগ্রাম মোঃ সাজ্জাদুল ইসলাম স্বাধীন, ঢাকা সিয়াম মোস্তাফা, ফরিদপুর
নিয়ামুর রহমান শিহাব, বরিশাল
মোঃ সামির উদ্দিন, ঠাকুরগাঁও
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিসিসির প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের পরিচালক এনামুল কবির। গোলাম রব্বানির সঞ্চালনায় আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির  (সিএসআইডি) নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম,মোহাম্মাদ কবির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রধান কার্যালয় সহ ৭টি আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর প্রতিবন্ধীতার ৪টি ক্যাটাগরি হতে বিজয়ী ২০ জন আগামী ২৬-২৭ জানুয়ারী কোরিয়া থেকে অনলাইনে অনুষ্ঠিত গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়্যুথ পার্সন উইথ ডিজ্যাবিলিটস (জিআইটিসি) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এশিয়া মাহাদেশের দেশগুলোর জন্য এ প্রতিযোগিতা আয়োজন করে কোরিয়ে সোসাইটি ফর রিহ্যাবিলিটেশন অব পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটিজ (কেএিআরপিডি)।